একজন প্রবাসীর গল্প----(পর্ব-২)
একজন প্রবাসীর গল্প----(পর্ব-২)
❤হঠাৎ বিমানে সাউন্ডে ঘুম ভাঙ্গল আমার!পাইলট কি যেন বলতেছে। টাইম টা টিক মনে নেই।বিমানে প্রচন্ড শব্দ হচ্ছে,তখন বুঝতে আর বাকি রইল না বিমান যে লেন্ড করতেছে।
সবাই নিজ সিটের উপরে লকার তেকে হাত ব্যাগ বাহির করতেছে,আমিও আর তাদের নিয়মের বাহিরে নয়।সবার সাথে সাথে আমিও লাইন ধরে হাঁটতে লাগলাম। হাঁটতেছি তো হাঁটতেছি রাস্তা তো আর শেষ হবার নয়।
❤কিছু দূর যাওয়ার পরে দেখলাম, আঁকা বাকা চেইন দিয়ে লাইন করে দিয়েছে। সেই লাইন দিয়ে শুধু একজন করে যাও যাচ্ছে।আর সবাই একজনের পিছনে একজন করে হাঁটতেছে। বাঁকা চেইনের রাস্তা পার হতে না হতেই কাউন্টার।
কাউন্টারে আমার পাস্টপোট চেয়েছে, আমি বাহির করে দিলাম।সব কিছু চেক করে আবার হাতে পাস্টপোট দেওয়ার আগে টাস করে একটা চবি তুলেছে,আর চবি টা মোটামুটি সুন্দর হয়েছে।আবশ্যই সুন্দর না হওয়ারও কতা নয়।কারণ আমার আগে যে ছিল তাকে ফলো করেছিলাম।
❤এর পরেই ডান দিকে একটা বেল্ট ঘুরতেছে। আমার আগে যারা ছিল তারা সেখান তেকে ব্যাগ নিচ্চে।আমি গিয়ে দাঁড়ালাম কিছুক্ষণ,দেখতেছি আমার পরে যারা আসতেছে তারা ব্যাগ নিয়ে চলে যাচ্ছে। আমি কিছু সময়ের জন্য টেনশনে পড়ে গেলাম।অনেক্ষণ অপেক্ষার পরে নিজের ব্যাগ হাতে পেলাম।
আমার পাশে একজন মোবাইল ফোনে কতা বলতেছে। আমি আস্তে করে তার কাছে গিয়ে বললাম,,,,,,,,
আমি: ভাইয়া আসসালামুআলাইকুম।👇
সে : ওয়া,,,,,সালাম।জ্বি বলেন।
আমি: ভাইয়া একটা কল কারা যাবে?
সে :হ্যা! নাম্বার দিন।
আমি:নিন---০০৯৭৪,,,,,,,,,,
সে : রিচিব করতেছে না।
আমি :ওকে! ধন্যবাদ!
M Shahadat
Leave a Comment