তাঁতীপাড়া প্রবাাসী কল্যাণ সমিতি l পুটিবিলা ,লোহাগাড়া ,চট্টগ্রাম

 তাঁতীপাড়া প্রবাাসী কল্যাণ সমিতি 

👉চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার পুটিবিলা ইউনিয়ন। তার মধ্যে ছোট্ট একটি গ্রাম, যার নাম #তাঁতীপাড়া। এলাকার মানুষ গুলো অত্যান্ত ভদ্র-শান্তশিষ্ট। এই গ্রামেই আমার বেড়ে ওঠা। ছোট-বেলা থেকে দেখি এলাকার যুবক ভায়েরা বিভিন্ন সামাজিক সংগঠন গড়ে তুলেছে, সমাজ উন্নয়ন মূলক এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্টান সংগঠন এর পক্ষ থেকে করে তাকে।  

👉আমি শাহাদাত। ২০১৭ সালের ফেব্রুয়ারী মাসে প্রবাস নামের বিশ্ববিদ্যালয়ে এডমিশন করি। আমি
প্রবাসী তাই, প্রবাসীদের দুঃখ -কষ্ট বুঝি।এলাকায় প্রবাসীদের নামে কোন সংগঠন না তাকায় মনে মনে চিন্তা করলাম।এলাকার প্রবাসীদের যদি এক সাথে রাখা যায়। তাহলে মনে হয় প্রবাসীরা একটু শান্তি পাবে।তাদের সুখ -দুঃখের কথা শেয়ার করতে পারবে। যারা প্রবাসে রয়েছে তারা জানে একজন প্রবাসীর দিন, মাস,বছর শেষে কতো টা                                                   
সমস্যার  সম্মুখীন হতে হয়। 


#তাঁতীপাড়া_প্রবাসী_কল্যাণ_সমিতি'র

 ♥মূল উদ্দেশ্য --👇 

√প্রবাসীদের ভিবিন্ন আর্থিক সমস্যার সমাধাণ। যেমন,,, আইডি রেনিও,কোম্পানি পরিবর্তন।

 √যদি কোন প্রবাসী ভাই বিদেশের মাটিতে মারা যায় যে কোন মূল্যে দেশে পাটানো।

 (বিষয় টা অনেক গুরুত্বপূর্ণ তাই শেয়ার করলাম আল্লাহ যেন সকল প্রবাসী কে হেফাজতে রাখে) 

√সাধারণ উদ্দেশ্য ---এলাকার যে কোন ভালো কাজে সহযোগিতা করে আল্লাহর সন্তুষ্টিl

এম,শাহাদাত _ কাতার প্রবাসী

No comments

On October 17, Intel will release its new 14th generation CPUs, which come with an out-of-the-box speed of up to 6GHz.

On October 17, Intel will release its new 14th generation CPUs, which come with an out-of-the-box speed of up to 6GHz.    Intel is launching...

Powered by Blogger.