তাঁতীপাড়া প্রবাসী কল্যাণ সমিতি।
আমাদের কার্যক্রমঃ👉 "একটি অনলাইন ভিত্তিক যোগাযোগ মাধ্যম।" আমাদের একটি ফেইসবুক পেইজ,যার হাজার + ফলোযার এবং দুশো মেম্বার এর একটি মেসিন্জার গ্রুপ রয়েছে। আশা করি সাবার সার্পোট নিয়ে খুব তাড়াতাড়ি সংগঠন প্রাতিষ্টানিক ভাবে কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ। পুটিবিলা, তাঁতীপাড়া ৫নং ওয়াড়ের সকল প্রবাসী দের নিয়ে এই সংগঠন। আমি আশাকরি,সকলপ্রবাসীএকসাথে তেকেতেকে সংগঠন কে আরো শক্তিশালী করে তুলবে। তাঁতীপাড়ার মানুষ যে যেই দেশে প্রবাসী হয়ে আছেন, আমাদের মেসিন্জার গ্রুপে এড হয়ে, আপনার সুখ-দুঃখের কতা শেয়ার করুন এবং এলাকার মানুষের সাথে যোগাযোগ রাখতে পারবেন। হয়তো অনেকেই জানেন, আমাদের সংগঠন'র পক্ষ থেকে গত রমদানে এলাকার কিছু অসহায় পরিবারকে সামান্য ঈদ উপহার দেওয়া হয়েছে। যা নতুন অবস্থায় সংগঠন এর জন্য আশানুরূপ। প্রথমে মনে মনে ইচ্ছে চিল ১০-১৫টি অসহায় পরিবারের কাছে ঈদ উপহার পৌঁছে দিয়ে তাদের মুখে ঈদের হাঁসি ফুটাবো। আমার মতো নগন্য ব্যাক্তির কথায় সাড়া দিয়ে এতোটা সহযোগিতা করবে, আমি কোনদিন কল্পনা করি নাই। সবার সহযোগিতায় আমরা ৫২ টি পরিবারের নিকট ঈদ উপহার পৌঁছে দিয়েছি।
এবং কয়েকজন অসহায় রোগী কে সামান্য চিকিৎসা সহায়তা প্রদান করা হয় আমাদের সংগঠন এর পক্ষ থেকে। আল্লাহ যেন সবার সহযোগিতা কবুল করে আমিন।এবং আগামী দিনে আরো ভালো কাজে সহযোগিতা করতে পারে। আর একটি কতা না বললে হয় না, যার পরামর্শ এবং সার্বিক সহযোগিতা পেয়ে আমাদের প্রোগ্রাম সফল হয়েছে তিনি হচ্ছেন আমাদের সকলের পরিচিতো মুখ বড় ভাই জিল্লুর রহমান। সংগঠন এর পক্ষ থেকে আপনার দীর্ঘায়ু কামনা করছি।
এম, শাহাদাত ( কাতার প্রবাসী ) এডমিনঃ-তাঁতীপাড়া প্রবাসী কল্যাণ সমিতি পুটিবিলা, লোহাগাড়া, চট্টগ্রাম
|
Leave a Comment